‘বিএনপির ধ্বংসাত্মক, মানুষ পোড়ানো, নির্বাচন প্রতিহত করা, বয়কট করার অপরাজনীতির কারণেই যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে  বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে। কারণ তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি যুক্তরাষ্ট্র সরাসরি নাকচ করেছে এবং অন্য কোনো দেশের সমর্থনও পায়নি। ফলে তাদের পক্ষে আগের মতো ‘নির্বাচন প্রতিহত করব, বর্জন করব’ এগুলো বলার সুযোগ নেই। যে কারণে ফখরুল সাহেব হিতাহিত জ্ঞান হারিয়ে একেক সময় একেক কথা বলছেন। বিভিন্ন কথা বলে আত্মতুষ্টির চেষ্টা করছেন তিনি।

হাছান বলেন, সব কথার শেষ কথা হচ্ছে, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন প্রতিহত করার রাজনীতি তাদের পক্ষে আর সম্ভব নয়। তাই তাদের অনুরোধ করব, দেশে হট্টগোল করার পরিকল্পনা না করে আগামী নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করুন। 

বিএনপি ও জামায়াত আবার এক হচ্ছে এবং জামায়াত ১০ জুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিকদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত তো সবসময় এক। তারা কোনো সময় বিচ্ছিন্ন হয়নি, মাঝে-মধ্যে মৌনতা অবলম্বন করে। নির্বাচনকে সামনে রেখে তারা দেশে গণ্ডগোলের চেষ্টা করবে। সেই গণ্ডগোল করার পরিকল্পনার অংশ হিসেবেই তারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, গণ্ডগোল করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত। তবে তাদের গণ্ডগোল করতে দেওয়া হবে না। আমরা সতর্ক আছি, বিএনপি-জামায়াতকে কীভাবে মোকাবিলা করতে হয় দেশের জনগণ জানে। 

একই সঙ্গে ড. হাছান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি ঘোষণা করবে, এটি অস্বাভাবিক কিছু নয়। তবে জামায়াত ও বিএনপি সহিংসতা করার লক্ষ্যেই কর্মসূচি সাজাচ্ছে বলে আমরা মনে করি। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি গণ্ডগোল করে বিশেষ পরিস্থিতি তৈরি করা, পানি ঘোলা করে সেখান থেকে মাছ শিকার করা। সেটি করার সুযোগ তারা পাবে না। 

৮ জুন বিএনপির বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তো আগেও বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, এবার যদি সেটা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে, উচিৎ শিক্ষা দেবে। আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। তারা তো বিদ্যুৎ দিতে পারেনি। তারেক রহমান খাম্বা ইন্টারন্যাশনাল কোম্পানি করে বিদ্যুতের খাম্বা বানিয়েছিল।