- রাজনীতি
- ভোটকেন্দ্রে স্থাপন করা হচ্ছে ২ হাজার সিসিটিভি
খুলনা সিটি করপোরেশন
ভোটকেন্দ্রে স্থাপন করা হচ্ছে ২ হাজার সিসিটিভি

ফাইল ছবি
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোট কক্ষে স্থাপন করা হচ্ছে প্রায় ২ হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি)। সোমবার থেকে সিসিটিভি স্থাপনের কাজ শুরু হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ২৮৯টি। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে একটি করে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া ১ হাজার ৭৩২টি ভোট কক্ষের প্রতিটিতে একটি করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। রোববার সরেজমিনে ভোটকেন্দ্রগুলো ঘুরে কোথায় ক্যামেরা স্থাপন করা হবে তা সংশ্লিষ্টদের দেখিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, ইতোমধ্যে ইভিএম মেশিন খুলনায় এসেছে। ইভিএমসহ ভোটগ্রহণের সরঞ্জাম আগামী ১১ জুন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।
মন্তব্য করুন