- রাজনীতি
- এয়ার ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের রাশিয়ায় জরুরি অবতরণ
এয়ার ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের রাশিয়ায় জরুরি অবতরণ

প্রতীকী ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী এআই১৭৩ ফ্লাইটটি দিল্লী থেকে যাত্রা শুরু করার পর আকাশপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সেটি রাশিয়ার মাগাদান এয়ারপোর্টে জরুরি অবতরণ করে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রগামী বিমানটি রাশিয়ায় অবতরণের বিষয়টি মার্কিন কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, এখনও জানি না বিমানটিতে কতজন মার্কিন নাগরিক অবস্থান করছিলেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছি।
এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটে ২১৬ জন যাত্রী ও ক্রু ১৬ জন ছিলেন। ফ্লাইটটি দিল্লী থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর দিকে যাওয়ার পথে একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে বিমানটিকে ঘুরিয়ে রাশিয়ার মাগাদান এয়ারপোর্টে নিরাপদে জরুরি অবতরণ করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরে যাত্রীদের সব রকম সুরক্ষা দেওয়া হয়েছে। খুব দ্রুত অন্য ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
মন্তব্য করুন