চট্টগ্রামে বিএনপি নেতা ও চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিনের করা তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ছাত্রদল ও যুবদলের ছয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আবু হেনা। তিনি বলেন, এর আগে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু তারা উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আসামিরা হলেন- হাটহাজারী থানা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির, পৌর যুবদলের আহ্বায়ক মীর্জা এমদাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল।

জানা যায়, তারা সবাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের অনুসারী হিসেবে পরিচিত। বাদী নাজিম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির রাজনীতিতে নাজিমের সঙ্গে মীর হেলালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

২০২২ সালের ১ জুন চট্টগ্রাম সাইবার আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ মে ফেসবুকে নাজিম উদ্দিনকে জড়িয়ে একটি আপত্তিকর পোস্ট দেন ছাত্রদল নেতা তকিবুল হাসান। ওই পোস্টে আজেবাজে মন্তব্য করেন অন্যরা।