দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। একই সঙ্গে বিদ্যুৎ-সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেবে দলটি।

গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, প্রতিটি জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করা হবে। কর্মসূচি পালনে জেলার নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।