ফরিদপুরে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এদিকে, বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বিদ্যুৎ ভবনের সামনে যাওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। তবে শহরের কাঠপট্টি তিন রাস্তার মোড় এলাকায় পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয়। পরে সেখানে তারা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদরেস আলী ইছা ও সদস্যসচিব একে কিবরিয়া স্বপন। পরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে অবস্থিত বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয় জেলা বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। 

অন্যদিকে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে মিছিল করে শহর আওয়ামী লীগ। মিছিলটি জনতা ব্যাংক মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ সময় সাবেক পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু বিএনপি-জামায়াতের তা সহ্য হচ্ছে না। নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, আমরা তাদের সফল হতে দেব না। ষড়যন্ত্রের জবাব রাজপথে থেকেই দেওয়া হবে।