অনিয়ম, জালিয়াতি ও ফিফা ফান্ডের অপব্যবহারের কারণে গত ১৪ এপ্রিল বাফুফের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। তার দু’দিন পর ১৭ এপ্রিল নির্বাহী কমিটির জরুরি সভা শেষে সোহাগকাণ্ডে তদন্তের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল।

কিন্তু দুই সপ্তাহ পার হওয়ার পর দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, মে মাসের প্রথম সপ্তাহ থেকে বাফুফের তদন্ত কমিটি কাজ শুরু করবে। ৩০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে; তার মেয়াদ শেষ হচ্ছে ১৪ জুন। কিন্তু এ সময়ের মধ্যেই তদন্ত কমিটির কাজ শেষ হচ্ছে না।

তদন্ত শেষ করতে আরও বেশ কয়েক দিন লাগবে বলে বুধবার কমিটির মিটিং শেষে জানান বাফুফের সহসভাপতি‌ ও তদন্ত কমিটির আহ্বায়ক কাজী নাবিল আহমেদ, ‘আমাদের কর্মকাণ্ডের অগ্রগতি হয়েছে। আমাদের আরও কয়েকটি সভার প্রয়োজন হবে। নির্ধারিত সময়ের চেয়ে অল্প কিছু বেশি লাগতে পারে। এ জন্য আমরা সভাপতির কাছে সময় চাইতে পারি।’

সময় বেশি লাগার জন্য নাবিল নিজেই রাষ্ট্রীয় সফরে চীনে ১০ দিন থাকার কারণ উল্লেখ করেছেন। ফিফার ৫২ পৃষ্ঠার রিপোর্টে বাফুফের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ছিল। সেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তির নাম উল্লেখ করা ছিল। বাফুফের বেশ কয়েকজন এক্সিকিউটিভকে ডাকলেও এখন পর্যন্ত ওইসব প্রতিষ্ঠানকে ডাকেনি তদন্ত কমিটি। ‘এখনও তাঁদের সঙ্গে কথা হয়নি। প্রয়োজনে তাঁদের সঙ্গে কথা হতে পারে’– বলেন নাবিল। তদন্ত কমিটির পরবর্তী সভা আগামী সোমবার অনুষ্ঠিত হবে।