- রাজনীতি
- খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলার শুনানি পেছাল
খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলার শুনানি পেছাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির দুই মামলায় অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি পিছিয়ে আগামী ২৭ জুন ধার্য করেছেন আদালত। সময় চেয়ে আসামিপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে করা দুই মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থ খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় তার পক্ষে সময় প্রার্থনা করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে সময় মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন আদালত।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।
এ ছাড়া চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয়। ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এ মামলা করেন।
/এসআর/
মন্তব্য করুন