সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে এখন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে কাউন্সিলর প্রার্থীদের প্রচারের ধুম। দিনভর গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক, আলোচনাসহ যা যা করা প্রয়োজন কাউন্সিলর প্রার্থীরা তা করতে বাকি রাখছেন না। এমনকি প্রচারে মেয়র প্রার্থীদেরও পেছনে ফেলে দিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করেছেন।

এ দিন সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রায় প্রতিটিতেই কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার চালিয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে ঝুড়ি মার্কার তৌফিকুল হাজী, ২ নম্বর ওয়ার্ডে লাটিম মার্কার বিক্রম কর সম্রাট, ৫ নম্বর ওয়ার্ডে ঝুড়ি মার্কার রেদোয়ান আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডে লাটিম মার্কার ফরহাদ চৌধুরী শামীম, ৭ নম্বর ওয়ার্ডে ঝুড়ি মার্কার আফতাব হোসেন খান, ৯ নম্বর ওয়ার্ডে ঝুড়ি মার্কার মোকলেসুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি মার্কার নজরুল ইসলাম ব্যাপক প্রচার চালান। ১৬ নম্বর ওয়ার্ডে লাটিম মার্কার ফয়জুল হাসান ও টিফিন ক্যারিয়ার মার্কার জামাল আহমেদ এবং ১৮ নম্বর ওয়ার্ডে মিষ্টিকুমড়া মার্কার জিল্লুর রহমান উজ্জ্বল এ দিন গণসংযোগ করেন। ২১ নম্বর ওয়ার্ডের সোনারপাড়া, সাঘাটিচর, উপশহর এলাকায় ভোটার দ্বারে দ্বারে ঘুরে ভোটপ্রার্থনা করেছেন লাটিম মার্কার আব্দুর রকিব তুহিন।

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দুপুরে জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার শাখার চেয়ারম্যান হেলেন আহমদের উদ্যোগে পেশাজীবী ও তৃণমূল নারী কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সিলেটকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য শফিউল আলম জুয়েলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।

একই দিন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, মধুবন সুপারমার্কেট, সোনাতলা, মইয়ারচর, টুকেরবাজার এলাকায় মতবিনিময় ও প্রচার চালান। বিকেলে সিলেট মহানগর সংবাদপত্র হকার সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। কোনো কারচুপি নগরবাসী মেনে নেবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান নগরীর সোবহানীঘাট, কালীঘাট, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, হাতপাখার জোয়ার উঠেছে। সিলেটবাসী বিশ্বাসের জায়গা খুঁজে পেয়েছে। হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।