- রাজনীতি
- শেরপুরে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা আ'লীগের দুই নেতার
শেরপুরে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা আ'লীগের দুই নেতার

শেরপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ। ছবি: সমকাল
শেরপুরে বিএনপি-জামায়াতকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা শহরের নিউমার্কেট প্রধান ফটকে সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে যে অপরাধ করেছে বিএনপি, তাতে তাদের আর ছাড় দেওয়া যায় না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা ইস্পাতে তৈরি। তাঁরা ভয় কী জানেন না। তাই রাজপথে আর বিএনপিকে নামতে দেওয়া হবে না।
ঈদুল আজহার পর শেরপুরে খেলতে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপি রাজপথে নামতে পারবে না। আমরা রাজপথে খেলতে নামব।’
শান্তি সমাবেশের প্রধান বক্তা শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। তাঁর বক্তব্য, শেরপুরে যদি কোনো বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াতের ক্যাডাররা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস করে তাহলে তাদের বাড়ি থেকে ধরে আনা হবে। নিউমার্কেটে এনে প্রকাশ্যে জনতার সামনে বিচার বসানো হবে।
মন্তব্য করুন