- রাজনীতি
- বৃষ্টিতে প্রার্থীদের সর্বনাশ, ছাপাখানার ‘পৌষমাস’
সিটি করপোরেশন নির্বাচন
বৃষ্টিতে প্রার্থীদের সর্বনাশ, ছাপাখানার ‘পৌষমাস’

বৃষ্টিতে প্রার্থীদের সর্বনাশ। পোস্টার ব্যানার ফেস্টুন ভিজে নষ্ট হয়ে গেছে। গতকাল খুলনা নগরীর দৃশ্য - সমকাল
গত কয়েকদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ খুলনার জনজীবনে স্বস্তি এনে দিয়েছে গতকাল শুক্রবারের ভারী বৃষ্টি। কিন্তু সর্বনাশ হয়েছে খুলনা সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের।
বিভিন্ন এলাকায় দড়িতে দড়িতে ঝোলানো তাদের পোস্টার বৃষ্টিতে ভিজে ছিঁড়ে পড়েছে রাস্তায়। সিটি নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এর মধ্যেই আবার নতুন করে পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছেন প্রার্থীরা। ফলে ছাপাখানাগুলোয় আবারও ব্যস্ততা বেড়েছে।
খুলনায় গত প্রায় দুই সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে মানুষ হাঁপিয়ে উঠেছিল। গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পর নগরীর পুরাতন যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, টি বি বাউন্ডারি রোড ঘুরে দেখা গেছে, দড়িতে ঝোলানো প্রার্থীদের পোস্টার সব ছিঁড়ে রাস্তায় পড়ে আছে।
২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের প্রার্থী ইমাম হাসান চৌধুরী ময়না জানান, তাঁর সব পোস্টার বৃষ্টিতে ছিঁড়ে পড়ে গেছে। সব প্রার্থীরই পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে। এখন নতুন করে আবার পোস্টার ছাপিয়ে ঝোলাতে হবে।
মন্তব্য করুন