- রাজনীতি
- রমনায় জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা
রমনায় জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জামায়াতের নেতাকর্মীরা। ছবি-সমকাল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। শনিবার দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রমনা এলাকায় আসতে থাকে নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে ভিড় জমেছে। প্রস্তুত হয়েছে মাইক।
শুক্রবার রাতেই জামায়াতকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দলটির নেতাকর্মীরা বলছেন, শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চান তারা। এজন্য প্রশাসনের বেধে দেওয়া নিয়ম মেনে সমাবেশ করবো।
মন্তব্য করুন