আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ এর সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। তিনি জানান, সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জোট। সাম্য ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তারা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার জাতীয় প্রেসকাবের আব্দুস সালাম হলে ‘সংবিধান সমুন্নত রক্ষার স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচনের কোন বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি ভিসা নীতি ঘোষণা করেছে। এই ভিসা নীতির পরিপ্রেক্ষিতে অনেকে উল্লসিত হয়েছে এবং অনেকে মর্মাহত হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে লজ্জাবোধ করছি। কারণ বাংলার মেহনতি মানুষের জন্য এই ভিসানীতি কোনো কার্যকর প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসৎ রাজনীতিবিদরাই যুক্তরাষ্ট্রের ভিসানীতির জন্য আতঙ্কিত। অনেক দেশে যুক্তরাষ্ট্র তাদের এই ভিসানীতি প্রয়োগ করেছে। কিন্তু তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি, যেমন আফ্রিকার উগান্ডা ও নাইজেরিয়া।

তিনি বলেন, ‘এখন ভোটকেন্দ্রে ১৫ থেকে ২০ শতাংশ লোক যাচ্ছে ভোট দিতে। ৮০ শতাংশ লোক ভোট দিতে যাচ্ছে না। আমি এই ভোটারদের অনুরোধ করব, ভোট আপনাদের আমানত। আপনারা যদি ভোটকেন্দ্রে না যান তাহলে আমানতের খেয়ানত করলেন। ১ হাজার ৮২৫ দিনের মধ্যে মাত্র ১ দিন আপনাদের ক্ষমতা আছে। এই ১ দিনে আপনাদের ক্ষমতার মাধ্যমে ১ হাজার ৮২৪ দিন যে ক্ষমতায় আছে তাকে পরিবর্তন করতে পারেন এবং দুর্নীতিবাজদের প্রতিহত করতে পারেন। তাই আসুন আমরা সকলেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করি।’

এনপিপি চেয়ারম্যান আরও বলেন, রাজনীতিবিদরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবারকেন্দ্রিক হয়েছে। যার উদাহরণ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের হাসানুল হক ইনু। তাদের নিজেদের স্ত্রীকে এমপি বানিয়েছেন। এসব দলের মধ্যে অন্য কোনো নেতাকর্মী কি নাই? জনগণ থেকে বিচ্ছিন্ন বিধায় সরকারি কর্মকর্তারা এদের মূল্যায়ন করছে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমার স্ত্রীকে আমি এমপি বানাব না। দলের ত্যাগী নেত্রীকেই এমপি বানাব।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্যসচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য শেষ আবুল কালাম, মিসেস আশা সিদ্দিকা, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের মুখপাত্র ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ ইকবাল হাসান স্বপন প্রমুখ।