- রাজনীতি
- তৃণমূল বিএনপির কাউন্সিল শুরু, মঞ্চে শমসের-তৈমুর
তৃণমূল বিএনপির কাউন্সিল শুরু, মঞ্চে শমসের-তৈমুর

তৃণমূল বিএনপির কাউন্সিলে নেতারা। ছবি-সমকাল
প্রয়াত নাজমুল হুদার তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও প্রথম কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।
এতে অংশ নিয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) তৈমুর আলম খন্দকার। বেলা ১১ টার পরে তারা মঞ্চে অবস্থান নেন।
এছাড়া মঞ্চে উপস্থিত রয়েছেন সরকার সমর্থিত ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ আউয়াল, বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 'তৃণমূল বিএনপি’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদার সভাপতিত্বে এ সম্মেলন চলছে।
মন্তব্য করুন