চট্টগ্রামে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৯
তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিএনপির রোডমার্চের দিন রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়েছে।
এ সময় বলা হয়, বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি কিংবা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে রাজপথেই তাদের প্রতিহত করা হবে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিএনপির কর্মসূচি চলাকালে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে হবে।
নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ।
সভায় ওয়ার্ড ও থানা পর্যায়ের আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।