ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৫২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৫২

দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে রামপুরায় এই বিক্ষোভ করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, বিক্ষোভ মিছিলটি পূর্ব রামপুরা থেকে শুরু হয়ে মালিবাগের আবুল হোটেলে এলাকায় শেষ হয়। মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের নেতৃত্বে এতে অংশ নেন দলটির সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার প্রমুখ।

এ সময় রেজাউল করিম বলেন, সরকার গণবিচ্ছিন্ন এবং আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে সেলফি তুলে অবৈধ ক্ষমতা রক্ষার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আন্দোলন দমনে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। গণগ্রেপ্তার, মিথ্যা মামলায় সাজা এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও দাবি করেন রেজাউল।

আরও পড়ুন