ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

গণতন্ত্র মঞ্চের নেতারা বললেন

সরকার পতনে চূড়ান্ত কর্মসূচি অক্টোবরে

সরকার পতনে চূড়ান্ত কর্মসূচি অক্টোবরে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:০৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:০৯

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার পতনে চূড়ান্ত কর্মসূচির জন্য মানুষ মুখিয়ে আছে। এ লক্ষ্যে অক্টোবরে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো বৃহত্তর আকারে এবং আরও শক্তিশালী কর্মসূচি নিয়ে আসছে। এ কর্মসূচি সরকারের ক্ষমতার কেন্দ্রে আঘাত করবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন সংবিধানসম্মত নয়’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, সংবিধান আওয়ামী লীগ বিশ্বাস করে না। আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা ছিল। এটি সবাই বলেছেন। আর এখন পৃথিবীর সবাই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। কিন্তু এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদ রেখে এই সরকার নির্বাচন করতে চায়।

সংবিধান অনুযায়ীই সরকারকে চলে যেতে হবে মন্তব্য করে রব বলেন, এই সংসদ এবং নির্বাচন কমিশন রেখে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং জনগণ হতেও দেবে না। এই কর্তৃত্ববাদী সরকারকে বিদায় না করে তারা ঘরে ফিরে যাবেন না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অক্টোবরে বড় আকারে আরও শক্তিশালী এবং কঠোর কর্মসূচি নিয়ে আসবেন তারা। যে কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ত্বরান্বিত হবে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার সুবিধাজনক জায়গা তৈরি করে নিয়েছে। আর তা করা হয়েছে জালিয়াতি করে। রায়কে বিকৃত করা হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্যই পঞ্চদশ সংশোধনী আনা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার গোটা নির্বাচন ব্যবস্থার দাফন সম্পন্ন করে বহাল তরিয়তে টিকে আছে। এখন বলছে, তাদের (আওয়ামী লীগ) অধীনেই নির্বাচন হবে। সরকারের সদিচ্ছা থাকলে একবেলার মধ্যে সংসদে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব।

সভায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।


আরও পড়ুন