বিএনপি নেতা চাঁদকে ৩ বছরের কারাদণ্ড

আদালত প্রাঙ্গণে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ছবি: শরিফুল ইসলাম তোতা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৭
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম রোববার বিকেলে এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে উল্লেখ করেন, আসামি আবু সাঈদ চাঁদকে ৪০৬/৪২০ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। এরা হলেন, আসামি আলিম উদ্দিন ও ওয়াজনবী।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৪ সালে আবু সাঈদ চাঁদ এবং অন্য দুই আসামি আলিম উদ্দিন ও ওয়াজনবী মিলে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলে নিয়োগের নামে ১৪ লাখ ৫২ হাজার টাকা বাদি মাসুদ রানা ও সাক্ষীদের কাছ থেকে হাতিয়ে নেন। পরে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে আসামিরা দিতে অস্বীকার করেন।
এসব অভিযোগে ভুক্তভোগীরা ২০০৭ সালের ২৯ জুলাই মামলা করেন। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর বিচারিক অনুসন্ধানের ভিত্তিতে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগ আমলে নেয় আদালত।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি মোজাফফর হোসেন বলেন, একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ২২ জনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা নেন আসামি। এই টাকা পরে তিনি আত্মসাত করেন। ৯ জন সাক্ষী দেন। সাক্ষীদের সাক্ষ্যতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবু সাঈদ চাঁদকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর শাম্মী বলেন, মামলাটি দীর্ঘদিন আগের। আজকের রায় প্রহসনের রায়। রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের ছেলে রাকিবুল হাসান বলেন, আমার বাবা এলাকায় জনপ্রিয় নেতা। আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ হলে শাহরিয়ার আলমের ভরাডুবি হবে। এ ভয় থেকেই আমার বাবার নামে ফরমায়েসী রায় দেওয়া হয়েছে। বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে আমি চ্যালেঞ্জ করছি, আমার বাবা যদি ভোট করতে না পারেন, আর বিএনপি যদি ভোটে যায়, তবে বাবার হয়ে আমি আগামীতে নির্বাচন করব এবং শাহরিয়ার আলমকে পরাজিত করব।