বাম জোটের কর্মসূচি ঘোষণা
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অবস্থান ১ জুন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৪ | ২২:৪৩
ইসরায়েলি বাহিনীর হাতে গণহত্যার শিকার ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানিয়ে আগামী ১ জুন সারাদেশের রাজপথে অবস্থান নেবে বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠন।
বুধবার জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারসহ সাম্রাজ্যবাদী মদদ রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানাতে ১ জুন বিকেল ৪টা থেকে দেশব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং সব জেলা-উপজেলায় এই সংহতি কর্মসূচি পালিত হবে।
জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে যার যার অবস্থান থেকে রাজপথে নেমে ফিলিস্তিনের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
নেতারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ তার সহযোগীদের মদদে ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবর সোচ্চার ছিল। একাত্তরের মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের বীর জনগণ আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল।
বিবৃতিতে সই করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, জোটের সমন্বয়ক ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
- বিষয় :
- বাম গণতান্ত্রিক জোট
- বাম জোট