ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

সরকারের ওপর বিরক্ত মানুষ: চুন্নু

সরকারের ওপর বিরক্ত মানুষ: চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪ | ০৫:৫৪

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে। মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত। আবার বিএনপির ওপরও মানুষ আস্থা রাখতে পারছে না। কারণ দলটি আন্দোলনে সফল হতে পারছে না।

গতকাল শনিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় পেশাজীবী পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, দুটি দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায়। আগামী দিনে জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল।

পেশাজীবী পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. রাকিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক প্রমুখ। 


 

আরও পড়ুন

×