অসংখ্য আজিজ ও বেনজীর তৈরি করেছে সরকার: মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২২:১৯ | আপডেট: ২৯ মে ২০২৪ | ২২:১৯
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন আজিজ শুধু নয়, একজন বেনজীর শুধু নয়; অসংখ্য আজিজ ও বেনজীর আপনারা তৈরি করেছেন, যারা লুট করে দেশটাকে গিলে খাচ্ছে।
বুধবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে দলটি এ আয়োজন করে।
মির্জা ফখরুল আরও বলেন, কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে গেছে সরকার– তা আজ জাতির সামনে পরিষ্কার। সাবেক পুলিশপ্রধানের হাজার হাজার দুর্নীতির চিত্র বেরিয়ে আসছে। তাঁকে লালন করেছে এই সরকার। অনেক আগে নিষেধাজ্ঞা দেওয়ার পরও তাঁকে আইজিপি বানিয়েছে। একইভাবে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই দায় কি শুধু তাদের? এই দায় এই সরকারের, যারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে।
লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই আওয়ামী লীগকে জিয়াউর রহমান লাইসেন্স দিয়েছিল রাজনীতি করার। আর সেই লাইসেন্স নিয়ে আজকে অনেক কথা বলছে। তারা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি আর থাকবে না। কিন্তু বিএনপি আছে।
নেতাকর্মীর উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, হতাশা নয়, সরকার পরিবর্তন হবেই। বিএনপি আন্দোলন করে যাচ্ছে।
দলের প্রচার সম্পদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ্, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।