ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে বিরোধী নেতাদের মিলনমেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে বিরোধী নেতাদের মিলনমেলা

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ২০:৪৫ | আপডেট: ২৮ জুন ২০২৪ | ২০:৪৮

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে সেগুনবাগিচায় পার্টির সংহতি মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতা, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পুনর্মিলনীতে বিভিন্ন দলের পক্ষ থেকে ফুল দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে গত দুই দশকের আন্দোলন-সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভূমিকার কথা উঠে আসে। আগামী দিনগুলোতেও পার্টি মানুষের অধিকার আর মুক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন আশাবাদ ব্যক্ত করা হয়। পুনর্মিলনীতে অতিথিদের স্বাগত জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পার্টির রাজনৈতিক পরিষদের নেতারা। 

অতিথিদের অভ্যর্থনা জানিয়ে সাইফুল হক গত দুই দশক পার্টির আন্দোলন-সংগ্রামে নৈতিক সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে রাজনীতিক ও সুশীল সমাজ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ প্রকাল করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, দলের উপদেষ্টা খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ,গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির সহসভাপতি ড. নেয়ামুল বসির, ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের সভাপতি এহসানুল হুদা,  ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আখন্দ, গণঅধিকার পরিষদের আহবায়ক মিয়া মসিরুজ্জামান, সদস্যসচিব ফারুক হোসেন, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, কবি মোহন রায়হান, কবি হাসান ফখরি, লেখক সম্পাদক মাজহারুল ইসলাম বাবলা, লেখক তারেক চৌধুরী,  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. লুতফুর রহমান,   জেএসডির সিনিয়র যুগ্ম-সচিব কামালউদ্দিন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা কবীর হাসান, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশীদ, অহিংস গণঅভ্যুত্থানের মুখপাত্র আবুল বাসার, অ্যাডভোকেট মোস্তফা আমিন, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার আহমেদ বাবু, বিবর্তনের সভাপতি কামালউদ্দিন, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল প্রমুখ।
 

আরও পড়ুন

×