ড. কামাল
দেখামাত্র গুলি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ২২:৩৩
দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, আইনবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছি। এর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের সম্মুখীন করারও দাবি জানাচ্ছি। একইসঙ্গে ‘অরাজনৈতিক’ এ আন্দোলনকালে শিক্ষার্থীসহ অনেক নাগরিক হতাহত, গণগ্রেপ্তার ও গণনির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। হত্যা এবং নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি করছি।
তিনি বলেন, আন্দোলন চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে মনে রাখতে হবে, মানুষের প্রাণের মূল্য দুনিয়ার সব সম্পদ বা স্থাপনার চেয়েও অনেক বেশি। তবে অপরাধীদের বিচারের আওতায় আনার অজুহাতে ভিন্নমতের কাউকে দমন-পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ, সারাদেশের আটক ছাত্র-জনতার মুক্তি দেওয়াসহ অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
- বিষয় :
- ড. কামাল হোসেন
- গণফোরাম
- মানবাধিকার
- গুলি
- নির্দেশনা