শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে: জিলানী

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ২০:৫১
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, বিগত ১৭ শেখ হাসিনার যে অপকর্ম করেছে সেগুলোর এখনও মামলা হয় নাই, এই বৈষম্য করা যাবে না। তার সকল অপকর্মের বিচার করতে হবে।
তিনি বলেন, আমাদের দাবি ছিলো বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দাবি ছিলো বাংলাদেশের মানুষ পথে-প্রান্তরে মানুষ মন খুলে কথা বলতে পারবে কিন্তুুু সেই কথা বলার অধিকার আদায়ের আন্দোলনেও অনেককে জীবন দিতে হয়েছে।
শুক্রবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে জেলাভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক পথসভায় তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘ ১৭টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি চৌধুরী আলম ও ইলিয়াস আলীসহ প্রায় ৬শ উপরের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। শেখ হাসিনার আয়না ঘরে গুম করে অমানুষিক নির্যাতন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেড় মাস হয়ে গেছে পতিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। গত দুই দিন আগে দেখছি নোয়াখালীর এক গডফাদারকে র্যাব গ্রেপ্তার করেছে। ওনার অবস্থা দেখে মনে হলো ওনি কতো দিন খান নাই, ওনাকে দেখে মায়া লেগেছে। কিন্তু আমরা এই নোয়াখালী মাটিতে দেখেছি বিএনপি নেতাকর্মী যখন কারাগারে গিয়েছে ওনি নিজে গিয়ে জেলারকে বলছেন বিএনপি নেতাকর্মীদের ডান্ডাবেরি পড়াতে হবে। কিন্তু আমরা এ কাজটা করি নাই।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মো: রাসেল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহামদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:জহিরুল ইসলাম তারেক, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
- বিষয় :
- শেখ হাসিনা
- বিচার