ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪ | ২১:৪০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। শনিবার বিকেল তিনটার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে মগবাজার টিএনটি মাঠে অনুষ্ঠিত হয়।
হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক জনাব সাইফুল আলম নীরব।
আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাবেক ছাত্রনেতা আবুল মনসুর খান দীপক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, শেখ আমির হোসেন, মনিরুল আলম রাহিমি, সানাউল হক, হুমায়ূন কবির আহমেদ, যুবনেতা মনিরুজ্জামান মনির, মশিউর রহমান সোহান, সাহাব উদ্দিন শিহাব, মেহেদী হাসান মিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, ‘আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। দেশ নায়ক তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে।’ তিনি সকল ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গু মুক্ত এলাকা গড়ে তোলার জন্য দলের নেতা কর্মীদের আহ্বান জানান।
- বিষয় :
- বিএনপি
- ডেঙ্গু
- ডেঙ্গু জ্বর
- লিফলেট বিতরণ