ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য গড়তে আমরা একমত: সাকি

সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য গড়তে আমরা একমত: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২২:১৮ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২২:২৪

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে একমত থাকার কথা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, আমরা মনে করি- সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করবে। এ জন্য আমরা বলেছি- ঐক্যের প্রকাশ হিসেবে সারাদেশে একটা দিবসে জাতীয় পতাকা হাতে আমরা দাঁড়াব। এই বিষয়ে হয়তো দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। 

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের বিষয়ে ভারতসহ বিভিন্ন জায়গা থেকে একটা ভুল তথ্য যুদ্ধ চলছে, আমরা বলেছি- সত্য দিয়ে এই যুদ্ধে জয়ী হতে হবে। ফ্যাসিবাদকে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হবে। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের সম্প্রতি স্থাপনের মাধ্যমে জবাব দিতে হবে। সব ধর্মের-জাতীর নিরাপত্তা নিশ্চিত করে আমাদের এই ঐক্য নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

×