ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

আমরা কোনো আগ্রাসন সহ্য করব না: শফিকুর রহমান

আমরা কোনো আগ্রাসন সহ্য করব না: শফিকুর রহমান

কুমিল্লায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১৪:৪১

জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড় দিবো না। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।                            
শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, পেশি শক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের সংস্কার প্রয়োজন, সে জন্য সংস্কারের গতি বাড়াতে হবে। অতি দ্রুত যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। এসময় তিনি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাদের হত্যার কোন বিচার হয়নি, পিলখানার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তিনি ।                  

তিনি বলেন, আমরা কাউকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি। কুমিল্লা নামে বিভাগ না দেওয়ায় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, নামের কারণে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষের প্রতি জুলুম করা হয়েছে। 

সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেন, ভারত আমাদের প্রতি আগ্রাসী আচরণ করলে বাংলাদেশের মানুষ সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে। সীমান্তে শহীদের মিছিল হবে।     

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব, মো. মোবারক হোসাইন।

সম্মেলনে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় শূরা ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত ভূঞা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও টিম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আবদুল মতিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসির আরাফাত, ড. মোবারক হোসেন, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, মহানগরী সহকারী সদস্য কামারুজ্জামান সোহেল, মহানগরী শিবির সভাপতি নোমান হোসেন নয়ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, মহানগরী জামায়াতের সহকারী  সেক্রেটারি মোশাররফ হোসেন,নাছির আহমেদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ, চাকসুর সাবেক ভিপি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসীম উদ্দিন। 

সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীন মিয়া।

আরও পড়ুন

×