অনেক ঝুঁকি নিয়ে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলাম: জি এম কাদের

বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় বক্তব্যকালে জি এম কাদের। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ২২:৩০
আওয়ামী লীগ শাসনমালে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, অন্তত ৪ বছর আগে থেকে অনেক ঝুঁকি নিয়ে সবসময় বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলাম।
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার জাপার বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেছেন জি এম কাদের। গত চার নির্বাচনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়ায় জাপা স্বৈরাচারের দোসর তকমা পেলেও তিনি বলেছেন, ‘আমি এবং আমার দল কিভাবে দেশদ্রোহী হলাম সেটাই বুঝতে পারছি না।’
বর্তমান পরিস্থিতির সমালোচনা জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ আমলে যারা নির্যাতিত হয়েছেন বা ঝুঁকিতে ছিলেন তাদেরকে দেশপ্রেমিক মনে করা হচ্ছে। যারা নির্যাতিত হয়নি তারা দেশপ্রেমিক নয়? যারা পুরস্কৃত হয়েছে তারা দেশদ্রোহী?
অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের সমালোচনা করে জি এম কাদের বলেছেন, ছাত্রদের একটি অংশ নাকি বলছে তাদের ছাড়া শেখ হাসিনার পতন হতো না। তারা বলছে, ‘সুফল আমরাই ভোগ করবো, আমাদের কথায় দেশ চলবে’। এখন আবার কেউ কেউ নাকি বলছে ‘একাত্তরে মুক্তিযুদ্ধ ভুল ছিল’।
জি এম কাদের বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের উদ্দেশ্য ছিল অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করা। নির্বাচনে যেতে চাই। কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাবো কী না দেখতে হবে। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো দল থাকতে পারবে না। তাদের দল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যত্যয় ঘটায়।
আলোচনা সভা বক্তৃতা করেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জ্যেষ্ঠ নেতারা।
- বিষয় :
- জাতীয় পার্টি
- জিএম কাদের