দেশের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার: মির্জা ফখরুল
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ১৯:১৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ১৯:২৯
দেশের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর পল্লবীতে সিটি ক্লাব মাঠে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে নতুন যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে যেটা বেশি দরকার, সেটা হলো অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি প্রয়োজন। সুযোগ যেন সবাই পায়। সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় যেনো বেড়িয়ে আসে।
তিনি বলেন, আমরা আগস্টে দেখেছি, ভয়াবহ ফ্যাসিস্ট সরকার উৎখাতের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র এবং জনগণ। দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা বাংলাদেশ শাসন করে সব প্রতিষ্ঠানকে নষ্ট করে ফেলেছে।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা কখনও দেখেনি। এটা আধুনিক রাজনৈতিক চিন্তা। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। এজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
খেলার উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুক হক। উদ্বোধনী বক্তব্যে আমিনুল হক বলেন, আমরা এমন একটি ক্রীড়াঙ্গন চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত একটি জাতি তৈরি করতে পারব। একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
তিনি বলেন, সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সেই ক্রীড়াঙ্গন দেখতে চাই- যেই ক্রীড়াঙ্গন হবে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত। বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য তৃনমূল সাধারণ মানুষের জন্য হবে সেই ক্রীড়াঙ্গন।
- বিষয় :
- মির্জা ফখরুল
- আওয়ামী লীগ
- বিএনপি