নির্বাচনই সব সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২২:৩১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ২২:৩২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিরাজনীতিকীকরণের মনগড়া তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। নির্বাচনই সব ব্যবস্থার সংস্কারের প্রথম ধাপ বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। বিরাজনীতিকীকরণের মনগড়া তত্ত্বে জনপ্রিয় বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। ওটা এরশাদ (এইচ এম এরশাদ), ওয়ান-ইলেভেন পারেনি। আর এখন তো বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এ দলকে নিশ্চিহ্ন করা যাবে না।
নিজের সংস্কার না করলে কোনো সংস্কার কাজে আসবে না: মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা অবশ্যই সংস্কার করব, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো নিজেকে সংস্কার করা। যতক্ষণ নিজেকে সৎ ও নীতিবান মানুষ হিসেবে সংস্কার না করতে পারব, ততক্ষণ নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগকে যতই সংস্কার করি কোনো কিছু কাজে আসবে না।
গত বৃহস্পতিবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মঈন খান বলেন, আপনারা এমন সংস্কার করুন, যার মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ নিজেদের সংস্কার করবে। গণতন্ত্র ও অর্থনৈতিক সাম্য এবং এ দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনবে।
অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহাসচিব আলমগীর হোসেন টিটু, উপদেষ্টা আলহাজ ইকবাল হোসেন, সভাপতি মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি