‘উচ্চ করারোপ সরকারের অশুভ পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ১৬:৩৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ | ১৮:৫৫
উচ্চ করারোপকে অন্তর্বর্তী সরকারের অশুভ পাঁয়তারা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান লিখিত সংবাদ সম্মেলনে বলেন, উচ্চ করারোপ দেশের বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক সংকটকে আরও তীব্র করবে। এটি উদ্দেশ্যপ্রণোদিত একটি ষড়যন্ত্র।
সংবাদ সম্মেলনে বেশ কিছু পণ্যের উপর কর প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতারা বলেন, শিশু খাদ্য, বিস্কুট, রেস্তোরাঁর খাবার, চশমা, আম, কলা, লেবুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা খাতে আরোপিত উচ্চ কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কর আদায়ে কারোর দুর্নীতির অভিযোগ পেলে শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসময় সার্কভুক্ত দেশসমূহে ভ্রমণে কর প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ নেতা তারেক রহমান। উপস্থিত ছিলেন আরিফ বিল্লাহ, ফয়সাল আহমেদ রূপক, সোহাগ আফ্রিদি, শহিদুল হক মিন্টু প্রমুখ।
- বিষয় :
- অন্তর্বর্তী সরকার
- গণঅধিকার পরিষদ