অভ্যুত্থানই সরকারের ম্যান্ডেট: এবি পার্টি

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ২১:৫৯
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, কেউ কেউ প্রশ্ন করেন এই সরকারের ম্যান্ডেট কী? সুস্পষ্টভাবে বলতে চাই অভ্যুত্থান নিজেই স্বতন্ত্র ম্যান্ডেট। জনগণ একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠন করেছে, যার ফলে এটি জনগণেরই সরকার।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে দলীয় মূল্যায়ন জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
নির্বাচন কবে হতে পারে প্রশ্নে মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টি প্রথম নির্বাচনের সময়সীমা দুই বছরের কথা বলেছিল। ঘুরে ফিরে এখন সেই বিষয়টিই আলোচিত হচ্ছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে বলেন, দ্বিকক্ষের আইনসভার জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত কি না ভাবতে হবে। অতীতের সরকারগুলো যত কমিশন গঠন করেছিলো, তার রিপোর্ট কখনো জনগণের সামনে আসেনি। এই প্রথম সরকার প্রতিবেদন জনগণের সামনে এসেছে। সংবিধানের মূলনীতিতে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে যুক্ত করায় কমিশনকে ধন্যবাদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, উন্নত রাষ্ট্রেও দ্বিকক্ষ সংসদে আইন পাসে জটিলতায় পড়তে হয়। তাই কক্ষ না করে, সংসদের নারীদের সংরক্ষিত ৫০ আসনের পাশাপাশি আরও ৫০ আসন পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীদের জন্য সংরক্ষিতের প্রস্তাব করেছিল এবি পার্টি।
- বিষয় :
- এবি পার্টি