চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হয়ে চলছে: প্রিন্স

বক্তব্য দিচ্ছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ০৫:১৯
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি ও ঘুষের পরিমাণ বেড়েছে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হয়ে চলছে। গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রাপূর্ব সমাবেশে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। এর মধ্য দিয়ে সিপিবি ঘোষিত দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি শুরু হয়; যা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ক্ষমতার দাপটে প্রশ্নবিদ্ধ হতে চলেছে। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় নেতা শাহীন রহমান, আবদুল্লাহ ক্বাফি রতন প্রমুখ। পরে দলটির নেতাকর্মীরা পদযাত্রা শুরু করে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত গণসংযোগে অংশ নেন।
- বিষয় :
- সিপিবি