ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

রাখাইনে করিডোর দেওয়ার চিন্তা দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে: সাইফুল হক

রাখাইনে করিডোর দেওয়ার চিন্তা দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ২২:২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাখাইন রাজ্যে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পরবিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে। করিডোর দেওয়ার চিন্তা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। এটি ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া ছাড়া এ উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে। বুধবার দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, রাখাইনে করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী। এ ঘটনা সরকারের মধ্যকার সমন্বয়হীনতারও আর এক দৃষ্টান্ত।

তিনি বলেন, মানবিক কারণেই বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে ও তাদের খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। অভ্যন্তরীণ সংঘাতে বিধ্বস্ত রাখাইনে মানবিক সাহায্যের ব্যাপারে বাংলাদেশের নিশ্চয়ই সংবেদনশীলতা থাকবে। তবে করিডোর দেওয়ার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এটি করা হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। 

আরও পড়ুন

×