ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী মানবে না: ইসলামী আন্দোলন

সংস্কার ছাড়া নির্বাচন  দেশবাসী মানবে না: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫ | ২৩:২৯

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ জন্ম হবে। আবারও জাতীয় লুটেরা তৈরি হবে। দেশের টাকা বিদেশে পাচারের হিড়িক পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার কারও চাপে মাতা নত করে সংস্কারবিহীন অবস্থায় নির্বাচন দিলে দেশবাসী মানুষ তা বরদাশত করবে না।

মঙ্গলবার সন্ধ্যা পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের যৌথ সভায় এসব কথা বলেছেন তিনি। 

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেছেন, মানবিক করিডোরের ইতিহাস ভালো না। এসব স্পর্শকাতর বিষয়ে নতুন করে চুক্তি করা বর্তমান সরকারের কাজ নয়। দেশের আইনশৃঙ্খলা ভালো নয়। দ্রুত পরিস্থিতির উন্নতি চায় দেশবাসী। 

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন মহানগর নেতারা। 
 

আরও পড়ুন

×