ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা আরেকটা অপরাধ: নজরুল ইসলাম

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা আরেকটা অপরাধ: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ০৫:২৬

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণ আর কতদিন অপেক্ষা করবে– এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। এই যে সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া– এটা আরেকটা অপরাধ। এটা ভুল। বিচার হতে হবে; সংস্কার ও  নির্বাচনও হতে হবে। সবই যত দ্রুত সম্ভব হতে হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। ‘গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

নজরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশের গর্বিত জনগণ, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছি। এখনও আমরা গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছি। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, স্লোগান দিচ্ছি, সভা-সমাবেশ করছি। কত দিন আমাদের এই কাজ করতে হবে?

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসর, যারা নেতৃত্ব দিয়েছে; যারা তাদের সঙ্গে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না– এই প্রশ্ন যারা তোলে, তারা আসলে এই কথা বলে জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনকে বিলম্বিত করতে চায়।

জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×