ডিএসসিসির মেয়র পদ
ইশরাকের শপথের উদ্যোগ নেই, ফের নগর ভবনে সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ০১:১৬ | আপডেট: ২৫ মে ২০২৫ | ১০:২০
আইনি বাধা না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের ব্যাপারে এখনও সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না। আদালতের রায়ের পর ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে রাজপথ ছেড়েছিলেন ইশরাক ও তাঁর সমর্থকরা। সেই সময়সীমা শেষ না হলেও গতকাল শনিবার ফের নগর ভবনে অবস্থান নেন তারা। যথারীতি ফটকগুলোতে তালা দিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আন্দোলনকারীরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার কর্মদিবস থাকলেও সরকারের পক্ষ থেকে ইশরাককে শপথ পড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি। আজ রোববারের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন তারা।
ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর বিষয়ে গত ১৪ মে মামুনুর রশীদের পক্ষে আকবর আলী নামের এক আইনজীবী আদালতে রিট করেন। সেদিন থেকেই ইশরাক সমর্থকরা আন্দোলনে নামেন।
ইশরাককে মেয়র হিসেবে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর তাঁর শপথ পড়ানোর বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কেউ স্পষ্ট করে কিছু বলছেন না। গতকালও উদ্যোগ না নেওয়ায় ফের নগর ভবনে জড়ো হন ইশরাক সমর্থকরা। তবে নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে সমর্থকদের ফোনে নির্দেশনা দেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমরা যেহেতু সরকারকে সময় বেঁধে দিয়েছি, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয়নি। আমরা আরেক দিন সময় দেব। এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন।’
ইশরাকের মেয়র পদে শপথের দাবিতে ‘ঢাকাবাসী’র ব্যানারে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘এখনও ইশরাক হোসেনের শপথের ব্যাপারে প্রক্রিয়া শুরু করেনি সরকার। যতদিন সরকার শপথের প্রক্রিয়া শুরু করবে না, ততদিন আন্দোলন চলবে।’
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, ‘গত কয়েক দিনের মতো আজও (শনিবার) নগর ভবন তালাবদ্ধ রয়েছে। এতে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
- বিষয় :
- বিক্ষোভ
- ডিএসসিসি
- ইশরাক হোসেন