ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

এনসিপি নেতার অডিও ফাঁস

আমাকে ঘিরে সাইবার আক্রমণ চালানো হচ্ছে: তাজনুভা জাবিন

আমাকে ঘিরে সাইবার আক্রমণ চালানো হচ্ছে: তাজনুভা জাবিন

এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। ছবি-ফেসবুক থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২১:১৮ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ০১:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ফাঁস হওয়া অডিওর নারী কণ্ঠটি অন্য কারোর বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। তিনি বলেন, রাজনীতিতে আসার পর আমাকে ঘিরে দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনামাফিক ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে।  

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এ দাবি করেন।

ওই পোস্টে জাবিন বলেন, ‘শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি।’

‘রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মত খুব পরিকল্পনামাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর ‘সময়’ অবশ্যই দেবে। আল্লাহ ভরসা।’

আরও পড়ুন

×