ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিএনপি নেতা সাজু করোনা আক্রান্ত

বিএনপি নেতা সাজু করোনা আক্রান্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২০ | ১২:৪০ | আপডেট: ০১ আগস্ট ২০২০ | ১২:৪৫

বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু অসুস্থ। তিনি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। সাজু নিজেই সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তার বাবা এস এ খালেক একই আসন থেকে ৫ বারের এমপি ছিলেন।

এস এ সিদ্দিক সাজু তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএফএম আব্দুল আলীম নকীসহ মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

×