ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে: ফখরুল

মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে: ফখরুল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৯:২৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ০৯:৩৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের গণধিকৃত সকল সরকারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে মানুষের জানমালের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

সোমবার এক বিবৃতিতে তিনি এসব বলেন। বিবৃতিতে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলা ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, 'জাতীয় সংসদ ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুস্কৃতিকারীরা দেশব্যাপী লাগামহীন খুন-জখমে মেতে উঠেছে। সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।'

তিনি আরও বলেন, 'প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে পৈশাচিক কায়দায় হত্যা করার ঘটনায় আবারও প্রমাণিত হলো- দেশে আইনের শাসন নেই, দেশ যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য। আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাবার পরও সরকারের আনুকূল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।'

আরও পড়ুন

×