ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

‘বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়া জড়িত এই কথা বিএনপি অস্বীকার করতে পারবে না’

‘বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়া জড়িত এই কথা বিএনপি অস্বীকার করতে পারবে না’

জাহাঙ্গীর কবির নানক- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ১৩:০৩

বিএনপি নেতা মির্জা ফখরুলের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত এই কথা বিএনপি অস্বীকার করতে পারবে না। কারণ, জিয়াউর রহমান জড়িত না হলে বঙ্গবন্ধুর খুনিদের কেন পুরস্কৃত করেছেন, বিদেশে যেতে সাহায্য করেছেন? বিএনপি নেত্রী খালেদা জিয়াও একই কাজ করেছেন। তিনিও বিনা ভোটে বঙ্গবন্ধুর খুনিদের সংসদে এনেছেন। কেন এনেছেন?

সোমবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

‘একুশে গ্রেনেড হামলার সঙ্গে আওয়ামী লীগ নেতারা জড়িত’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, খালেদা জিয়ার সুরেই বিএনপি নেতারা কথা বলছেন। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে মোস্তাক জড়িত এই কথা আমরা অস্বীকার করি না। তবে সেদিনের ঘটনায় জিয়াউর রহমান জড়িত এই কথাও বিএনপির নেতারা অস্বীকার করতে পারবেন না। আর মুক্তিযুদ্ধের পরাজয় পাকিস্তান ও মার্কিনরা সহ্য করতে পারেনি বলেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে।

তিনি বলেন, সেদিন কেন আওয়ামী লীগের একজন নেতাও ছিলেন না, প্রতিবাদের ডাক দেবেন। খুনিদের প্রতিরোধ করবেন। কারণ সেদিন ছিল নেতৃত্বের ভেতরে ভীরুতা ও কাপুরুষতা। লাখ লাখ মানুষ বঙ্গবন্ধুর জন্য চোখের পানি ঝরিয়েছেন, দোয়া করেছেন, একটি প্রতিবাদের ডাক চেয়েছেন। তবে সেটা তারা পাননি। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে এই ছাত্রলীগই রাজপথে শত বাধা পেরিয়ে আন্দোলন সংগ্রাম করেছে।

বর্তমান ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের অপপ্রচার অবশ্যই বন্ধ করতে হবে। এগুলো নিঃসন্দেহে সংগঠনের জন্য খারাপ দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বকে অনুসরণ করে ছাত্রলীগকে আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে হবে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন

×