ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

হঠাৎ ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে: তোফায়েল

হঠাৎ ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে: তোফায়েল

ফাইল ছবি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৮:৫৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৯:৩১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, দেশটা স্বাভাবিক চলছিল। হঠাৎ ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে। রাষ্ট্রীয় চারটি মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা রয়েছে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম সে পালন করবে।

বৃহস্পতিবার দুপুরে ভোলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন ও মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাষ্ট্রীয় মূলনীতিকে তছনছ করেছেন। বাঙালি জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, তিনি ধর্মভিত্তিক রাজনীতি দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। প্রতিদিন নির্দেশনা দেন। করোনার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বাঙালির হৃদয়ের মণিকোঠায় বিরাজ করছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবেন। জাতির পিতাকে বিতর্কিত করার জন্য এটা কোনো কাজ হলো? মাদ্রাসায় যারা পড়ান, সেখানে তারাও অন্যায় কাজ করেন। সেগুলো নিয়ে কেউ সোচ্চার হয় না, সোচ্চার হয় ভাস্কর্য নিয়ে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন।

whatsapp follow image

আরও পড়ুন

×