রাজনীতি শুধু আবেগের বিষয় নয়: মান্না
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১০:১৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ১০:২০
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতি শুধু আবেগের বিষয় নয়। এখানে একটা বিজ্ঞানের বিষয়ও আছে। যেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ খুব ভালো করে উল্টোভাবে রপ্ত করেছে। যার কারণে আজ তারা প্রতিবছর এক লাখ কোটি টাকার ওপরে বিদেশে পাচার এবং দেদার লুটপাট করতে পারছে। তাদের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, সে জন্য মামলার পর মামলা দেওয়া হচ্ছে। এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মান্না বলেন, এই সরকার আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু নির্বাচন দেবে না। এই সরকার নিজের কুয়া নিজে খুঁড়বে না। এ জন্য কোনো দাবি মানবে না। দিন তারিখ দিয়ে আন্দোলন হয় না এ কথাটি ঠিক। কিন্তু এর একটি বিপরীত অর্থ আছে। যদি এক লাখ লোক ঘর থেকে বেরিয়ে মিছিল করতে পারেন বা কোথাও বসে যান তাহলে সরকারের খবর হয়ে যাবে। এখন সেই পরিকল্পনা করেন।
মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।