ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সব ষড়যন্ত্রের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী: নৌপ্রতিমন্ত্রী

সব ষড়যন্ত্রের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী: নৌপ্রতিমন্ত্রী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১০:২৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন; গোটা বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর কাজ প্রত্যক্ষ শেষে নৌ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। গোটা দেশবাসী পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের আলোকবর্তিকা। তার আলোয় আলোকিত হচ্ছে দেশ। তিনি পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চার লেন ও ছয় লেনের মহাসড়ক, মেট্রোরেল, এলিভেটেড এপপ্রেসওয়ে নির্মাণ করছেন। বঙ্গবন্ধু সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করছিলেন। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে সরাসরি সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান প্রমুখ।

এর আগে নৌ প্রতিমন্ত্রী শিমুলিয়া ফেরিঘাট এলাকায় নির্মাণাধীন তীর রক্ষা কাজের স্থান পরিদর্শন করেন। পরে তিনি নৌপথে মাদারীপুরের কাঁঠালবাড়ীর ইলিয়াস আহম্মেদ চৌধুরী ফেরিঘাট এলাকার বিভিন্ন স্থানে ড্রেজিং ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

whatsapp follow image

আরও পড়ুন

×