ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গ্রেনেড হামলা

শেখ হাসিনার হাত ধরেই রায় কার্যকর হবে: ওবায়দুল কাদের

শেখ হাসিনার হাত ধরেই রায় কার্যকর হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৭:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ১৫ আগস্টের খুনিদের মতো ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর হবে। যেসব খুনি বিদেশে পালিয়ে আছে এবং এই হামলার মাস্টারমাইন্ডসহ তাদের ফিরিয়ে আনা হবে। তাদেরও বিচারের রায় কার্যকর করা হবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাস বড়ই নির্মম। যারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তাকে দিয়েই এই হামলার বিচার শুরু হয়। বিচারের রায়ে ১৯ জনের ফাঁসি ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। তার হাত ধরেই এই বিচারের রায়ও কার্যকর হবে। তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তাই ১৯৭৫-এর বুলেট ২০০৪ সালে প্রাণঘাতী বুলেট হয়ে আবার ফিরে এসেছিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলরা আজ মানবাধিকারের কথা বলেন। সেদিন তাদের মানবাধিকার কোথায় ছিল, যেদিন ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার করতে দেননি? ২১ আগস্টে গ্রেনেড হামলায় ‘জজ মিয়া নাটক’ সৃষ্টি করে বিচারের পথ বাধাগ্রস্ত করেছিল।


আরও পড়ুন

×