ঢাকা মহানগর যুবদল উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ১২:১৪
মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি বিলুপ্ত করে দুই সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আগামী সাত দিনের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরে যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল; দক্ষিণে আহ্বায়ক গোলাম মাওলা শাহিন এবং সদস্য সচিব করা হয়েছে এনামুল হক এনামকে।
এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি যুবদল ঢাকা মহানগর উত্তরে এস এম জাহাঙ্গীর হোসেন ও শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে পাঁচ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণে রফিকুল আলম মজনু ও গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। এক মাসের মধ্যে এই পাঁচ ও সাত সদস্যের আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দেওয়া হয় ওই সময়ে; কিন্তু মেয়াদ শেষেও তারা কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেননি। এর মধ্যে দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব করা হয়েছে আর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে থাকায় তাকে এ পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে বলে নেতাকর্মীরা জানান।