সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী কবিতা

মেরিনা জাহান কবিতা - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ০১:৪২ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ০২:৫৪
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।