ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

‘বিএনপি হাওয়া ভবন আর খাওয়া ভবন করে ছিটকে পড়েছে’

‘বিএনপি হাওয়া ভবন আর খাওয়া ভবন করে ছিটকে পড়েছে’

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৮:২৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ০৮:২৫

বিএনপি হাওয়া ভবন আর ‘খাওয়া ভবন’ করে রাজনীতি থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার দলের বনানী কার্যালয়ে জাপার গাজীপুর মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, “বিএনপি হাওয়া ভবন আর ‘খাওয়া ভবন’ করে রাজনীতি থেকে ছিটকে পড়েছে। আর আওয়ামী লীগের ‘উন্নয়নের ধাক্কায়’ মানুষের জীবন ওষ্ঠাগত। একমাত্র জাপাই মানুষের কথা নিয়ে রাজনীতিতে আছে।”

মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।


আরও পড়ুন

×