ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলনের প্রতিবাদ কর্মসূচি

মণ্ডপে কোরান রেখে ঘোলাপানিতে মাছ শিকারীদের শাস্তির দাবি

মণ্ডপে কোরান রেখে ঘোলাপানিতে মাছ শিকারীদের শাস্তির দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১১:১৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১১:১৫

চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, “পূজামণ্ডপে পবিত্র কোরান রেখে যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। এ দায়িত্ব সরকারের।”

কোরান অবমাননাকারীর বিচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন চরমোনাইয়ের পীরের ভাই মোসাদ্দেক বিল্লাহ। 

তিনি বলেন, “উগ্রবাদীদের কেউ মণ্ডপে কোরান রেখে দেশে ধর্মীয় দাঙ্গা বাধানোর চক্রান্ত করতে পারে “

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত এ সমাবেশে মোসাদ্দেক বিল্লাহ বলেন, “রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার ঘোষণা দিয়ে তথ্য প্রতিমন্ত্রী সংবিধান লঙ্ঘন করেছেন। কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে জনজীবন দূর্বিষহ হয়ে উঠছে। সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে।”

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল উত্তর গেইট থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়। 


আরও পড়ুন

×