ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়া। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১ | ০৯:৫৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১ | ১০:২৫

অস্ত্রোপচারের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নতুন কোনো সমস্যা কিংবা উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছেন খালেদা জিয়ার এক চিকিৎসক।

তিনি জানান, ক্যান্সার শনাক্তের পরীক্ষার (বায়োপসি) জন্য খালেদা জিয়ার শরীর থেকে যে নমুনা নেওয়া হয়েছে, সেটির প্রতিবেদন বৃহস্পতিবার পাওয়ার কথা থাকলেও তা পাওয়া যায়নি। এটি এখনও এভারকেয়ার হাসপাতালের ল্যাবে আছে। শুক্রবার আসতে পারে। আরও নিশ্চিত হওয়ার জন্য নমুনা যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেটির ফলাফল আসতেও সময় লাগবে।

ওই চিকিৎসক আরও জানান, খালেদা জিয়াকে এখন কেবিনে রাখা হয়েছে। অস্ত্রোপচারের পর সংক্রমণের ঝুঁকি থাকায় কাউকেই কেবিনে যেতে দিচ্ছেন না চিকিৎসকরা।

এদিকে বৃহস্পতিবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শিথি।৭৬ বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দিলে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।



আরও পড়ুন

×